রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আওয়ামী লীগ সমর্থিতরা ৯, বিএনপি-জামায়াত ৮ পদে জয়ী

মোবারক উদ্দিন নয়নঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটররা টানা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।

অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ও মোহাম্মদ তারেক প্যানেল থেকে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ-এর সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেলসহ ৯টি পদে জয়লাভ করেন।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ-এর মোহাম্মদ আমির হোছাইন ও মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল থেকে সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ারসহ আটটি পদে জয়লাভ করেন।

দুটি প্যানেলে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট শাহাব উদ্দিন সাহীব, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য-প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট বাবুল মিয়া, আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম।

সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আমানুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান (আলী), অ্যাডভোকেট শবনম মুস্তারী, অ্যাডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আবুল কাশেম ও অ্যাডভোকেট ইফতিখার মাহমুদ মুন্না।

গঠনতন্ত্র অনুযায়ী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দুটি ভোটকেন্দ্রে একই সঙ্গে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়েছে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারসংখ্যা ৮১২ জন। তবে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৬২ জন আইনজীবী।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতিবারের মতো এবারও জেলার আলোচিত নির্বাচনে দুটি প্যানেলে ১৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *