প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটির ১ম প্রতিষ্টাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক এর সঞ্চালনায় এবং ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটির উপদেষ্টা ছৈয়দ নুর হেলালির সার্বিক সহযোগিতায় ২৩ টি আগত স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০০ জন স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- ভারুয়াখালী দারুল উলুম আলীম মাদরাসার প্রধান শিক্ষক বদরুল আলম, মাস্টার শেফা উদ্দিন, মোঃ নুরুল আজিম, এমইউপি নূরুল আজিম কাজলসহ আরো অনেকে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদর্শ সমাজ ইউনিয়ন গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের সফলতা কামনা করেন এবং পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন-ভারুয়াখালী ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইসতিয়াক, মোহাম্মদ রিফাত, আরফাতুল করিমসহ সকল সদস্যরা।
Related