রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর সদস্যরা অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ হাফেজ উল্লাহ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে টেকনাফ উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হাফেজ উল্লাহ(৩২) সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড শীলবুনিয়া পাড়া এলাকার মৃত মনির আহম্মদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরিষদ গেইটের সামনে থেকে টেকনাফ-কক্সবাজার রাস্তার উপরে একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধৃত ব্যক্তিকে
পালানোর কারণ জিজ্ঞাসা করলে সে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে যা সন্দেহের সৃষ্টি হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়,সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে কক্সবাজার ও দেশের বিক্রয় করে আসছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।