রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
৭১ অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৫ দিনের মধ্যে সন্তান মাহিরকে পিবিআই কার্যালয়ে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মাহিরকে তার দাদা ও চাচাকে সঙ্গে নিয়ে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, মিতুর মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী তার সন্তান মাহির স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন। তাই মাহিরকে জিজ্ঞাসাবাদ করার জরুরি। আদালতে আবেদন করেছিলাম। আদালত সবপক্ষকে শুনে মাহির দাদা ও চাচাকে ১৫ দিনের মধ্যে তাকে পিবিআই কার্যালয়ে হাজির করতে নির্দেশনা দিয়েছেন।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি করে ও ছুরিকাঘাতে খুন করা হয় মিতুকে। স্ত্রী খুনের ঘটনায় তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।
তারপরই মামলার মোড় ঘুরে যায়। পরদিন বাবুল আক্তারের মামলায় আদালতে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরদিন ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনকে আসামি করে নতুন করে একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে তাতে নারাজী দেন বাদী মোশাররফ হোসেন।
প্রসঙ্গত, ১১ মে ঢাকা থেকে ঢেকে নিয়ে বাবুলকে হেফাজতে নেয় পিবিআই। সেই থেকে তিনি ফেনী জেলা কারাগারে আছেন।