রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
মো: আলমগীর, টেকনাফ:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুজিব বর্ষ উপলক্ষ্যে কক্সবাজারের টেকনাফ পৌরসভার আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা, ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টায় টেকনাফ পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জহির হোসেন এমএ, উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিল হোছন আহম্মদ।
মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল প্রকৃত অর্থে স্বাধীনতার ঘোষণা। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) দেওয়া ১৮ মিনিটের সেই ভাষণে তিনি স্বাধীনতার রূপরেখা ও দিকনির্দেশনা দিয়েছিলেন।
মেয়র বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাত কোটি বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে এবং বাঁশের লাঠিকে পরিণত করে মারণাস্ত্রে। ফলে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করি হাজার বছরের স্বপ্নলালিত কাঙ্ক্ষিত স্বাধীনতা।
তিনি আরও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু অগ্রসেনানীর ভূমিকা পালন করেন। যা পরবর্তী সময়ে বিভিন্ন ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়।
মেয়র হাজ্বী ইসলাম বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অবিস্মরণীয় দিন। এ দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। বঙ্গবন্ধু এতে নেতৃত্ব দেন এবং পুলিশি নির্যাতনের শিকার হয়ে গ্রেফতার হন। এবং টেকনাফেও অনেক বড় বড় চিন্তিত রাজাকারদের নির্যাতনের শিকার হন বাঙালি মুক্তিযুদ্ধারা।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা, মুক্তিযুদ্ধা চলাকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। আলোচনাসভায় অন্যদের মধ্যে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ হাফেজ এনামুল হাসান, প্যানেল মেয়র-৩ আরফা বেগম (বি.এ), সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম বাবুল, ১নং ওয়ার্ড কাউন্সিল দিল মোহাম্মদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লিলি আক্তার, বিশিষ্ট টিকাদার সাবেক মেম্বার আব্দুল গফুর শরিফ, পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অফিস সহকারী উসমানুল কবির, প্রধান সহকারী মুর্শেদুল ইসলাম, কর আদায় কারী রবিউল ইসলাম, পৌরসভার উদ্যোক্তা মোহাম্মদ ইউসুফ, টিকাদানকারী সুপারভাইজার কৃষ্ণ পাল, রুকিয়া আক্তারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।