বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

টেকনাফে চিংড়ি ও লবণ ঘের মালিকদের নিয়ে বিজিবির মতবিনিময় সভায়ঃ মাদক ও রোহিঙ্গা রোধে সম্মিলিত প্রয়াস প্রয়োজন— অধিনায়ক

টেকনাফে চিংড়ি. লবন মালিক ও চাষীদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ  মিলনায়তনে ৮ মাচ’ ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অধিনায়ক লেঃ কর্ণেল খালিদ মোহাম্মদ ইফতিহার এর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. উপজেলা চেয়ারম্যান নুরুল আলম. উপজেলা নিবাহী অফিসার পারভেজ চৌধুরী. টেকনাফ ২ বিজিবি ক্যাপ্টেন ( অপা) এম  মুনতাসির বিল্লাহ ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। বক্তব্য রাখেন. প্রফেসার গয়াস উদদীন ও টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ২ কাউন্সিলর মাওঃ মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন. সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার. টেকনাফ উপজেলার চিংড়ি. লবণ মালিক. চাষী. বিজিবি ও পুলিশ। সভাপতি বিজিবি ২ অধিনায়ক বলেন. টেকনাফ একটি স্পর্শকাতর  সীমান্ত এলাকা। বিজিবি টেকনাফ সীমান্তের ৭৪ কিঃ মিটার সুরক্ষা এবং মাদক.  রোহিঙ্গা অনপ্রবেশ ও মানব পাচার রোধ সহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত। বিজিবির জনবল সংকট এবং বিস্তীর্ণ সীমান্ত এলাকা সুরক্ষা করা একা সম্ভব নয়। নাগরিক হিসাবে এ দায়িত্ব সবার। উখিয়া -টেকনাফ এ দুই উপজেলায় ১২ লাখ রোহিঙ্গা সহ অনিবন্ধিত প্রায় ১৭ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বসবাস করছে।নাফ নদীর তীরে ভিতরে ও বাহিরে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন চিংড়ি ও লবণ চাষ করে আসছে।  এর আড়লে চলছে মাদক পাচার ও ব্যবসা সহ  রোহিঙ্গা অনুপ্রবেশ। এর নিয়ন্ত্রণে বিজিবির একা দুঃসাধ্য হয়ে পড়েছে।  এমতাবস্থায় সবাইকে বিজিবির সাথে সহযোগিতা নিতান্ত প্রয়োজন। মাদক ও রোহিঙ্গা দমনে সীমান্ত সুরক্ষায় বিজিবি  প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছ। বিজিবি আজ থেকে বিগত এক বছরে বিজিবি মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৭১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকার দামে মাদক। ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে। উপজেলা চেয়ারম্যান ও নির্বাহি অফিসার বক্তব্যে বলেন. বিজিবির মতবিনিময় সভা এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *