বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজারে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের রেজুপাড়া বিওপি ও পালংখালী বিওপি বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক মো: মেহেদি হোসাইন কবির বলেন, রেজুপাড়া বিওপি’র সদস্যগণ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। ওই সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল গর্জনবুনিয়া বিওপি থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার-৪০ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার পশ্চিম দিকে রত্নাপালং ইউপি’র লাল বড় পাহাড় নামক স্থানে আনুমানিক রাত ৯ টায় অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
মাদক কারবারীরা তখন বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পারে এবং গ্রেপ্তার হওয়ার ভয়ে বিজিবি টহলদলের উপর গুলি শুরু করে। বিজিবি টহলদলও তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি করে। এতে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে টহলদলের সদস্যরা ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে চার কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যমানের দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
অধিনায়ক বলেন, এছাড়া পৃথক অভিযানে শুক্রবার আনুমানিক রাত ৩ টায় পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল বিওপি থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার পূর্ব দিকে পালংখালী ইউপি’র পূর্ব ফাড়িরবিল নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ষাট লাখ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *