রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে দুই নারী পুরুষকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও মদ-বিয়ার উদ্ধার করা হয় ।
র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার মুকবুল আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ (৪০) একই এলাকার সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২)।
এসময় ছৈয়দ আলম সোনাইয়া (২৮) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
তিনি আরো জানান, চোরাইপথে মিয়ানমার থেকে বিদেশী মদ, বিয়ার ও সিগারেট মজুদ করার গোপন খবরে র্যাব ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ৫২ বোতল বিদেশী মদ, ২৮০ ক্যান বিয়ার, ১১ কার্টুন বিদেশী সিগারেট ও একটি ১টি একনলা বন্দুকসহ হাফেজ ও কামরুনকে আটক করতে সক্ষম হয়। এ কামরুন নাহার সোমার স্বামী সোনাইয়া পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।