রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার উখিয়া উপজেলার দারোগা বাজার, কোর্ট বাজার, মরিচ্যা বাজার ও সোনার পাড়া বাজারে মাংসের দাম অতিরিক্ত বৃদ্ধি এবং ওজনে বাটপারি করায় এক অসাধু ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিব।
এসময় তিনি বলেন, শবে বরাত উপলক্ষে শুক্রবার সকালে বাজার মনিটরিংয়ের সময় গরুর মাংসের দোকানে ওজনের কারচুপি হাতেনাতে ধরা পড়ে৷ তখনই এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলার সকল ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।