রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে পালিত মহিষ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আবছার উদ্দিন (৩২) নামের এক যুবক।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী অনেকের ধারণা করছেন পাহাড়ে অবস্থানরত সশস্ত্র দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি।
শুক্রবার (১৮ মার্চ) বিকালে টেকনাফ হোয়াইক্যং কম্বনিয়া গহীন পাহাড় থেকে আবছার উদ্দিনের(৩২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক হচ্ছেন,উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া এলাকার ৯ ওয়ার্ডের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, আবছার ও জনৈক গফুর মিলে পাহাড়ে তাদের পালিত মহিষ দেখতে যায়। সেখানে কিছুক্ষণ পরে দুইজন দুদিকে ছড়িয়ে পড়েন। সন্ধ্যা হওয়াতে গফুর বাড়ি ফিরলেও আবছার বাড়ি ফিরেননি।
২৪ ঘন্টা শেষ না হতেই গহীন পাহাড়ে আবছারের লাশ দেখতে পেয়ে চিহ্নিত করে পুলিশ খবর দেয় কাঠুরিয়ারা।
হোয়াইক্যং ইউপি সদস্য মো. হাসান ও মো. আলম জানান, গত বৃহষ্পতিবার ওই দুইজন পাহাড়ে মহিষ দেখতে যান। তাদের মধ্যে একজন ফিরে আসলেও আবছার ফিরেননি।
আজ পাহাড়ে ধারালো অস্ত্রের কাটা ক্ষতবিক্ষত লাশ দেখতে পান কাঠুরিয়া। এরা পুলিশকে খবর দেয়া হলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
উল্লেখ্য গত বছরের ১২ আগস্ট ওই পাহাড়ি এলাকা থেকে অপহরণের দেড়মাস পর শীলখালী এলাকার সিএনজি চালক মাহমুদুল হকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় একাধিক রোহিঙ্গাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।