রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট বোঝাই এমভি টিটু-১৪ একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ওই জাহাজে ১৪ জন নাবিক ছিল।এখন পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা সাত জনকে উদ্ধার করেছে।
শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে পতেঙ্গার পারকি বিচ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন , বালুবোঝাই একটি জাহাহের বার্জের ধাক্কায় আবুল খায়েরর কোম্পানির ওই জাহাজটি ডুবে গেছে। জাহাজে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। জাহাজ কর্তৃপক্ষের ভাষ্য মতে সেখানে ১৩ থেকে ১৪ জন নাবিক ছিল। আমরা এরই মধ্যে সাত জনকে উদ্ধার করেছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।