বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
চকরিয়া সংবাদদাতা:
কক্সবাজারের চকরিয়ায় ঘুমের ওষুধ খাইয়ে দুই বোনকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাবের সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে জুয়েলকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
জুয়েল চকরিয়ার বদরখালী লম্বাখালী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, ২০২১ সালের ৬ জুন রাতে জুয়েল প্রতিবেশী দুই বোনের বাবা মায়ের অনুপস্থিতিতে তাদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে দুইজনকেই পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমরা পরিবারকে ঘটনাটি জানালে চকরিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। এরপর জুয়েল গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।