শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪০-৪৫ বছর পর্যন্ত হতে পারে। মরদেহের কোনো ধরনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম।
তিনি বলেন, “বুধবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদী এলাকায় এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
তবে মরদেহের কোনো ধরনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”