রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

ঈদগাঁওতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক,

ঈদগাঁও নবগঠিত উপজেলার ৪নং ঈদগাঁও ইউনিয়নের চব্বিশ শত পঁচাত্তরটি পরিবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ – টিসিবির জরুরি পণ্য পাচ্ছেন। আজ প্রথম দিনে  স্বল্পমূল্যে সহস্রাধিক পরিবার চারশত ষাট টাকা মূল্যে এ পণ্য ক্রয় করেছেন। এ তথ্য নিশ্চিত করেন সাংবাদিক এম.  মহিউদ্দিন সিকদার (মাহিন)। ২৩শে মার্চ বুধবার বিকাল তিনটায়, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আলম, এ সময় ট্যাক কর্মকর্তা জেলা শিক্ষা অফিসের একাডেমির সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব এস. এম সৈয়দ আলম সহ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন। সরেজমিন বন্টন করা স্থানে সাংবাদিক এম.  মহিউদ্দিন সিকদার (মাহিন) তদারকি করা মধ্যে দেখেন, প্রতি পরিবারকে ২ লিটার সয়াবিন তৈল,২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল,দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে আবারও এ বিক্রয় কার্যক্রম চলবে বলে জানান অত্র  ইউনিয়নের বাণিজ্য  মন্ত্রণালয়ের অধীন টিসিবির পণ্য বিক্রয়ের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোহাম্মদ সোহেল। সকাল থেকে কার্ড  প্রাপ্তরা হাইস্কুলে মাঠে সমবেত হতে থাকেন, দুপুর ১ টার দিকে ট্রাক ভর্তি মালামাল এসে পৌঁছায়। ততক্ষণে অনেক কার্ডধারী নারী -পুরুষ  পণ্য না কিনে চলে যায়, এদিকে ঈদগাঁও পাল পাড়া এলাকার মেম্বার প্রদোষ পাল, মুন্নার বিরুদ্ধে প্রতি কার্ডের বিপরীতে বিভিন্ন জনের কাছ থেকেই ৫০ থেকে ১০০ টাকা আদায়ের অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট এলাকার অনেক উপকারভোগী। উক্ত এলাকার বাসিন্দা রুপন পাল জানান, মেম্বার তার কাছ থেকে কম্পিউটার ও অন্যন্য খরচের কথা বলে প্রতি কার্ডের জন্য ১০০ টাকা করে নিয়েছেন। তবে অভিযুক্ত মেম্বর প্রদোষ পাল,মুন্ন
 টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করেন, সাংবাদিক এম.  মহিউদ্দিন সিকদার (মাহিনের)  কাছে। তার নির্বাচনী প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এলাকায় এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। কয়েকজন স্কেচ্ছায় খরচের কথা বলে আমাকে টাকা দিলেও পরে আমি তা তাদের ফেরত দিয়েছি। উল্লেখা জেলা প্রশাসন কক্সবাজার এর অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) ও অধরাইজড কর্মকর্তা জাহিদ ইকবাল সাহেব জানান, সরকার আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের এক কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। জেলা প্রশাসানের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ শাখার মাধ্যমে প্রথম পর্যায়ে ২০ মার্চ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *