শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজার পৌর আ’লীগের ভার নজিব-উজ্জ্বলের কাঁধেই

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-কাউন্সিলে মোহাম্মদ নজিবুল ইসলাম সভাপতি ও উজ্জ্বল কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক আইনজীবী সিরাজুল মোস্তফা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিকাল ৪ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় সম্মেলন ও কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন। এতে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১২ টি ওয়ার্ডের ২৮৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কেন্দ্রিয় নেতাদের উপস্থিতিতে অনুষ্টিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পৌর আওয়ামী লীগের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ নজিবুল ইসলামকে সভাপতি এবং উজ্জ্বল কর কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও দীপক দাশকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে পূরণ করা হবে বলে জানিয়েছেন সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *