বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২২মার্চ রাত সোয়া ১০টারদিকে টেকনাফ মডেল থানার এসআই নকিবুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সরকারী বাস ভবনের উত্তর পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে ২০বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল সেটসহ পুরান পল্লান পাড়ার মোঃ সিকান্দরের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (১৯) এবং নাইট্যং পাড়ার মৃত হাজী মোজাহেরের পুত্র মোঃ নাসির (২৬) কে আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,ফেন্সিডেলসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।