মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা নিধনে পেইড বিজ্ঞাপন চালানোর অনুমতি দিয়েছিল ফেসবুক

অনলাইন ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা চালানোর সময় তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হয় ফেসবুকে।

অ্যাসোসিয়েট প্রেসের এক রিপোর্টে বলা হয়, এ ধরনের বিদ্বেষমূলক ভিডিও বিজ্ঞাপন হিসেবে প্রচারের অনুমতি সে সময় দিয়েছিল ফেসবুক।

মোট আটটি বিজ্ঞাপন অর্থের বিনিময়ে প্রচারের অনুমোদন দেয় ফেসবুক। প্রতিটিতে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিষোদগার করা হয়।

‘গ্লোবাল উইটনেস’ নামের একটি গ্রুপ ফেসবুককে এই বিজ্ঞাপনগুলো দেয়। তবে প্রচারের আগে বা অর্থ পরিশোধের আগেই সেগুলো সরিয়ে নেয় গ্রুপটি।

সেই আটটি বিজ্ঞাপন প্রচার না হলেও অভিযোগ উঠেছে, বিজ্ঞাপনে কী যাচ্ছে তা নজরে রাখতে একেবারে ব্যর্থ হয়েছে ফেসবুক।

গ্লোবাল উইটনেসের ছড়ানো আটটি বিজ্ঞাপন শনাক্ত করা হয় ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে।

বিজ্ঞাপন বিষয়ক এই রিপোর্ট জমা দেওয়া হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস কাউন্সিলে।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে উচ্ছেদ করতে গণহত্যা, ধর্ষণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এতে সাত লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

সূত্র : এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *