রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার ২৬ মার্চ কক্সবাজার জেলা পুলিশ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের কক্সবাজার জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এরপর জেলা পুলিশের পক্ষ থেকে কক্সবাজার বধ্যভূমিতে শহীদদের স্মৃতির সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়া একইদিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সালাম গ্রহণ সহ আরো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এসপি মোঃ হাসানুজ্জামান পিপিএম।