শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

টেকনাফে নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির শপথ অনুষ্ঠান সম্পন্ন 

টেকনাফ সংবাদদাতাঃ

টেকনাফ পৌর প্রতিনিধি:::
জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি কর্তৃক অনুমোদিত টেকনাফ উপজেলা শাখার নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (২৫মার্চ) বিকালে হ্নীলাস্থ সংগঠনের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ওয়াহিদুল ইসলাম এর কোরআন তেলাওয়াত ও নদী নাফ শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক সাদ্দাম হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির টেকনাফ শাখার সভাপতি কবির আহমদ ।
প্রধান অতিথি হয়ে শপথ বাক্য পাঠ করান হ্নীলা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
এতে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সভাপতি জয়নাল আবেদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নবাব, হ্নীলা  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুই রেজাউল করিম, তিন নাম্বার ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম , জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সিনিয়র সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক শামসুল আলম। প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম , সহকারী নির্বাচন কর্মকর্তা মাস্টার রহিম ও শাকের আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির টেকনাফ উপজেলা শাখার সভাপতি নূর হোসাইন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসাইন, অর্থ সম্পাদক সরওয়ার কামাল  সহ অনেকেই।
সভায় বক্তারা বলেন, শ্রমিক দিয়ে সকালে কাজ করায় কিন্তু সন্ধ্যাবেলায় যাওয়ার সময় তাদের কষ্টের মজুরি দিতে অনেক মালিকপক্ষ দিতে চাইনা। তারা শ্রমিক বলে পথে-ঘাটে যেখানে সেখানে তাদের কে লাঞ্ছিত করে, সে টা যেন বন্ধ হয়। মনে রাখবেন তারা শ্রমিক হলেও কোন না কোন পরিবারের সন্তান, ভাই। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের শ্রমিক সংগঠন কে যেন আরো শক্তিশালী করতে পারি সেদিকে নজর দেওয়ার আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *