টেকনাফ সংবাদদাতাঃ
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলকায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ধৃত আসামী আরিফের বসত-বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের পল্লান পাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৫) ও তার স্ত্রী খুইল্যা বানু (২৭)।
তিনি আরো বলেন, আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
Related