বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ ৩ দিনের সফরে রোববার ২৭ মার্চ কক্সবাজার আসছেন।
সচিব মোঃ আব্দুর রউফ রোববার বিকেল ৩ টা ১৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন সোমবার ২৮ মার্চ দুপুর ১২ টায় জেডিপিসি’র উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিতব্য ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিন বেলা আড়াইটায় বহুমুখী পাটপণ্য মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের তিনি মতবিনিময় করবেন।
মঙ্গলবার ২৯ মার্চ সচিব মোঃ আব্দুর রউফ রামু টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন ও সেখানে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। একইদিন বিকেল ৫ টায় ৩ দিনের সফর শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব মাহফুজুল আলম মাসুম প্রেরিত সফরসূচিতে জানা গেছে।
Related