শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বান্দরবনে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন

লামা-আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবান জেলা প্রশাসন,বান্দরবান পার্বত্য জেলায় নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ১১.৩০ ঘটিকায় জেলাপ্রশাসকের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তার পরিবারের সদস্যদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে জনাব জেরিন আখতার বিপিএম, পুলিশ সুপার এবং ডা. নীহার রঞ্জন নন্দী, সিভিল সার্জন, বান্দরবান পার্বত্য জেলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা, অভিনেতা, কলাম লেখক বীর মুক্তিযোদ্ধা কাওসার চৌধুরী।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক  বান্দরবান পার্বত্য জেলার সদর হাসপাতালে ৪৭ জন ইনডোর রোগী, জেলা কারাগারে কয়েদী এবং সরকারী শিশু পরিবারে শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উন্নত মানের খাবার পরিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ কর্তৃক খাবার বিতরণ কর্মসূচি তদারকি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *