রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

রামু দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের বার্ষিক সভা ও মিলন মেলা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
রামুর দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের একে আজাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ^বিদ্যালয়ের শিক্ষক সরওয়ার আলম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক।
দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- খোরশেদ আলম আনচারী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীন আইনজীবি এডভোকেট আলহাজ¦ আমির হোছাইন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিএ ফরিদুল আলম ফরিদ, প্রবীন শিক্ষক মকবুল হোছাইন, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মোকতার আহমদ বিশিষ্ট ব্যবসায়ি জাহেদুল ইসলাম, শিক্ষক এম আলী আকবর, এম আলা উদ্দিন রবিন, সালেম তানজিব প্রমিত, প্রধান শিক্ষক আমান উল্লাহ সহকারি শিক্ষক আবদুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদ ২০১৬ সাল হতে শিক্ষকদের ঐক্যের অরাজনৈতিক  সংগঠন।  এ সংগঠনের মাধ্যমে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একঝাাঁক শিক্ষক নিজেদের ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে। শিক্ষকতা পেশার সাথে যারা জড়িত আছেন তাদের পেশাদারিত্বের সাথে কাজ করতে উদ্বুদ্ধ করছে। নৈতিকতার মাধ্যমে পেশাকে মূল্যায়ন করে সুশিক্ষিত জাতি গঠনে এ সংগঠনকে আরও গতিশীল করা হবে। এজন্য নতুন নতুন পরিকল্পনা প্রনয়নসহ নানাবিধ প্রদক্ষেপ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্রয়াত ৫জন শিক্ষককে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-প্রফেসর মুফীদুল আলম, মাওলানা হাফেজ মোহাম্মদ জকরিয়া, আবদুল আদুদ, মোঃ আকতার কামাল এবং মাওলানা জহির উদ্দিন মাসুদ চৌধুরী। এদের পরিবারের কাছে মনোরত্তর সন্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- শিক্ষক মোহাম্মদ হোবাইব। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *