শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রোহিঙ্গা নিধনে ২জন সামরিক কমান্ডারসহ ৬জন ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোয় মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুজন সামরিক কমান্ডারসহ ছয়জন ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এই নিষেধাজ্ঞা দেয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, কয়েকদিন আগে এমন সিদ্ধান্তে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিল।
ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, মিয়ানমারে সামরিক শাসনের সময়ে নৃশংসতা ও নিপীড়ন ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। চলমান সহিংসতা ও নিপীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্থবিভাগ অঙ্গীকারবদ্ধ।
যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের সামরিক বাহিনীর দুজন কমান্ডার, ইনফেন্ট্রি ডিভিশনের একজন কর্মকর্তা, সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত থাকা তিনজন ব্যবসায়ী ও চারটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
২০১৬ ও ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে উৎখাত করার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *