শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আশ্রয় শিবির থেকে ৯ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবির থেকে ৯ হাজার ইয়াবাসহ মোঃ আয়াছ (৩২) নামে রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন-৮। তিনি ক্যাম্প-৮ এর ইস্ট-৪০ ব্লকের ফজল হকের ছেলে।

এপিবিএন-৮ সূত্রে জানা গেছে, আয়াছ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি সহ নানা অপরাধের সাথে জড়িত। ২৪ মার্চ রাতে আয়াছ তার বাসায় ইয়াবা মজুদ করেছে এমন খবর পেয়ে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এসময় আয়াছের আশ্রয় শিবিরের বাসা থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় আয়াছকেও হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, আয়াছ দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে জড়িত। তার সিন্ডিকেটে কারা কারা জড়িত সেটিও বের করতে কাজ করছে তারা।

মাদকদ্রব্য আইনে মামলা করে আয়াছকে উখিয়া থানা হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

এদিকে বালুখালী ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা জানিয়েছে, আয়াছের বাড়ি মিয়ানমারের মংডুতে। বাংলাদেশে আসার পর বালুখালী ক্যাম্পে বসবাস শুরু করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি (আয়াছ) সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত। তারা বিরুদ্ধে নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ করেন সাধারণ রোহিঙ্গারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *