রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন
৭১ ডেস্ক:
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহমেদ বুলবুল নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫ টায় শেওড়াপাড়ার পীরেরবাগ এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ডা. বুলবুলের মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। সেখানে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে প্রশংসিত ছিলেন তিনি। এ কার্যক্রম আরও বিস্তৃত করার কথা ছিল। আজ সকাল ১০ টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।।