রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
পেকুয়া সংবাদদাতা:
কক্সবাজারের পেকুয়ায় এম্বুলেন্স সিন্ডিকেটের কারণে সিরাজ খাতুন (৬০) নামের এক রোগীর মর্মান্তিক মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।
২৫ মার্চ রাত ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। সে উপজেলার রাজাখালী মাতবর পাড়া এলাকার মৃত এজেহার মিয়ার স্ত্রী।
জানা যায়, ওই দিন রাত ৯ টায় উপজেলার রাজাখালী মাতবর পাড়া এলাকার সিরাজ খাতুন (৬০) নামের অসুস্থ এ বৃদ্ধা নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁর ছেলে ও নাতিরা। পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোগীর শারিরীক অবস্থা দেখে চট্টগ্রামে রেফার করেন। রোগীর স্বজনেরা দ্রুত একটি এম্বুলেন্স কল করেন।
টৈটংয়ের বাসিন্দা শাহাদাতের মালিকনাধীন এম্বুলেন্সটি হাসপাতালে এসে রোগীকে দ্রুত চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য গাড়ির সিটে উঠায়। এরপর ঘটে নির্মম কাহিনী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর পেকুয়া উপজেলা বেসরকারি এম্বুলেন্স মালিক সমিতির নামে ব্যানার টাঙ্গানো এম্বুলেন্স সিন্ডিকেটের কিছু লোক এসে রোগী ভর্তি এম্বুলেন্সটির ড্রাইভার শাহাদাতকে মারধর করতে করতে হাসপাতালের বাইরে নিয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর ড্রাইভার শাহাদাত আহত অবস্থায় এম্বুলেন্সের পাশে আসেন। ততক্ষণে এম্বুলেন্সের ভিতর অসুস্থ বৃদ্ধা নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমন নির্মম ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয়রা দাবী তুলেছেন।
বিষয়টি ওসি শেখ মুহাম্মদ আলীকে অবগত করার পর দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।