মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ:
টেকনাফে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ৫.৫১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি. আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ সালাম অভিবাদন গ্রহণ করেন.টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। সাথে ছিলেন. টেকনাফ উপজেলা নিবাহী অফিসার পারভেজ চৌধুরী ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা এবং আলোচনা সভায় উপজেলা নিবাহী অফিসার পারভেজ চৌধুরীরসভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) মোঃ হাফিজুর রহমান। উপজেলা সুপারভাইজার নুরুল আফসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির হোসেন. উপজেলা কৃষি অফিসার ডঃ ভবসিন্ধু রায়.উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হোসেন. উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান প্রমূখ। বা’দে।জুমা সকল মসজিদ. মন্দির প্যাগোডা ও গির্জায় জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। দুপুর ২ টায় হাসপাতাল ওমানের খাবার পরিবেশন করা হয় স্ব স্ব প্রতিষ্ঠানে। সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয শহীদ মিনার প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাৎপর্যপূর্ণ আলোচনা।ও পুরস্কার প্রদান করা হয়।
ডিস৭১/এমইউনয়ন
Related