মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

পায়ে হেঁটে পুরো দেশ ঘুরে কক্সবাজারে কুমিল্লার শান্ত

৭১ অনলাইন ডেস্ক:

পায়ে হেঁটে পুরো দেশ ঘুরেছেন সাইফুল ইসলাম শান্ত। ৭৫ দিনে ৩ হাজার কিলোমিটার অতিক্রম করে মঙ্গলবার (২৯ মার্চ) কক্সবাজারে পৌঁছেছেন কুমিল্লার এই তরুণ। বিকেলে কক্সবাজার পৌঁছলে শহীদ মিনারে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

‘জীবন বাঁচাতে রক্তদান, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরােপন ও প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ’ -এর বার্তা পৌঁছে দেয়াই তার লক্ষ্য।

সাইফুল ইসলাম শান্ত জানান, গত ১৪ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। সেখান থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হয়ে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের অভিমূখে যাত্রা করেন।

পায়ে হেঁটে দেশ ভ্রমণকালে শান্ত প্রত্যেক জেলায় বৃক্ষরােপণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছেন।

সাইফুল ইসলাম শান্তকে সংবর্ধনা প্রদান করছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুরর রশীদ
সাইফুল ইসলাম শান্তকে সংবর্ধনা প্রদান করছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুরর রশীদ

২০১৬ সালে পথযাত্রা শুরু করেছিলেন সাইফুল ইসলাম শান্ত। তিনি এর আগে কুমিল্লা থেকে বাংলাবান্ধা পর্যন্ত ১৬টি জেলার ১ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন। এছাড়া গত বছরের ২০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৪ ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে একটি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছেন।

পুরো দেশ ঘুরে বেশ উচ্ছ্বসিত শান্ত। এবার তিনি পায়ে হেঁটে বেরিয়ে পড়তে চান বিশ্ব ভ্রমণে।

কক্সবাজারে পৌঁছলে সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেন প্রখ্যাত সাঁতারু ও দৌড়বিদরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মো. মামুনুরর রশীদ।

এ সময় তারা সাইফুল ইসলাম শান্তর এই পথযাত্রাকে সাধুবাদ জানান।

সাইফুল ইসলাম শান্ত দেশের বৃহৎ রানিং গ্রুপগুলাের সক্রিয় সদস্য এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘দেবিদ্বার রানার্স’ নামে ২ হাজার সদস্যের একটি রানিং গ্রুপ পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *