রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

চকরিয়ায় ঘোনার পলবুট কেটে দেয়ায় পানিতে ভেসে গেছে ৬ হাজার মণ লবণ

এম.জিয়াবুল হক :

চকরিয়া উপজেলার উপকুলীয় বদরখালীতে গভীর রাতে একটি লবনমাঠ-মৎস্যঘোনায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ওইসময় তাঁরা স্থানীয় দুইশত একর আয়তনের লবন মাঠের বেঁিড়বাধের পলবুট কেটে দেয়ায় জোয়ারের পানিতে ভেসে গেছে মাঠে উৎপাদিত প্রায় ৬ হাজার মণ লবণ। এতে শতাধিক পান্তিক লবণ চাষী প্রায় ২০ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।

পাশাপাশি লুটে নিয়ে গেছে ঘোনার কাজে ব্যবহৃত স্কেভেটর গাড়ির বিপুল পরিমাণ তেল। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে বদরখালী ইউনিয়নের ছিরাদিয়া ঘোনায় ঘটেছে এ তাণ্ডবের ঘটনা।

ঘোনার জমি মালিক বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার কামাল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন, আবদুর রহিমের ছেলে ফরিদুল আলম, মৃত আজম উল­াহ’র ছেলে শামসুল আলম, হাজী আবু ছালামের ছেলে জামাল উদ্দিনসহ অংশিদাররা বলেন, তাঁরা দুইশ পরিবারের মালিকানাধীন ২১০ একর আয়তনের ছিরাদিয়া ঘোনা নামক লবণ মাঠ-মৎস্যঘেরটি প্রতিবছর মৌসুম ভিত্তিক (লবণ ও মাছ চাষ আলাদাভাবে) লাগিয়ত দিয়ে শান্তিপুর্ণভাবে ভোগদখলে আছেন।

এবছর ঘোনাটি চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার হাজি জামাল উদ্দিন মৎস্য চাষের জন্য লাগিয়ত দিয়েছেন। তবে জমি মালিক ও চাষীরা লবণ চাষ সমাপ্ত করলে আগামী একমাসের মধ্যে তিনি (নতুন ইজারাদার) যথারীতি মৎস্য চাষ করবেন। এই চুক্তিতে ইতোমধ্যে ইজারাদার হাজি জামাল উদ্দিন ঘোনার চারিদিকে বেঁিড়বাধ সংস্কার কাজও শুরু করেছেন।
জমি মালিকরা অভিযোগ করেছেন, নতুন ইজারাদার ঘোনার সংস্কারকাজ করা কালে সর্বশেষ বৃহস্পতিবার গভীর রাতে একদল অস্ত্রধারী দুবর্ৃৃত্ত অতর্কিত ঘোনায় হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। এসময় লবন মাঠের বেঁিড়বাধের পলবুট কেটে দেয়ায় জোয়ারের পানিতে ভেসে গেছে উৎপাদিত প্রায় ৬ হাজার মণ লবণ। এতে শতাধিক পান্তিক লবণ চাষী প্রায় ২০ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন।

জমি মালিক বেলাল উদ্দিন, ফরিদুল আলম, শামসুল আলম ও জামাল উদ্দিনসহ অংশিদারদের অভিযোগ, ঘোনার বেঁিড়বাধের পলবুট কেটে দেয়ার ঘটনায় আগের ইজারাদার চকরিয়ার চোঁয়ারফাঁিড়র নাজেম উদ্দিন সওদাগর জড়িত রয়েছে। মুলত তাঁর (নাজেম সওদাগর) ইজারা মেয়াদ শেষ হলেও ইমাম শরীফ গং থেকে ঘোনার একাংশ ইজারা নিয়েছেন দাবি করে তিনি এখনো ঘোনাটি দখলে রাখার অপচেষ্ঠা চালিয়ে আসছে।

নতুন ইজারাদার হাজি জামাল উদ্দিন দাবি করেন, পলবুট কেটে দিয়ে চলে যাবার সময় দুর্বৃত্তরা ঘোনার সংস্কারকাজে ব্যবহৃত স্কেভেটর গাড়ির বিপুল পরিমাণ তেল ও বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় আমি জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।

অপরদিকে জমি মালিকপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন আগের ইজারাদার নাজেম উদ্দিন সওদাগর। তিনি বলেন, ঘোনার একাংশের জায়গা আমাকে ইজারা দেয়ার কথা থাকলেও ওইপক্ষটি এখনো বিষয়টি চুড়ান্ত করেনি। তাই আমি বা আমার কোন লোক সেখানে (ঘোনায়) যাওয়ার প্রশ্নই উঠেনা। সুতারং পলবুট কেটে দেওয়া ও লবণ ভেসে যাওয়ার বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *