রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
উখিয়া সংবাদদাতাঃ
উখিয়ার পালংখালী এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।
০২/০৪/২০২২ তারিখ আনুমানিক ১৫.৩০ ঘটিকায় র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ ০৭ নং ওয়ার্ড এর গয়ালমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে কাশেম আলী (৩৭), পিতা-মেহের আলী, মাতা-আমেনা বেগম, সাং-গয়ালমারা (মেহের আলীর বাড়ি), ইউপি-পালংখালী (০৭ নং ওয়ার্ড), থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করে। উক্ত সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।