রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

টেকনাফ পৃথক অভিযানে আটক-৯৯

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৯৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার হোটেলসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রোহিঙ্গা ছাড়াও বিভিন্ন অপরাধের সাথে জড়িত স্থানীয়রাও রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ভাড়া বাসার মালিক, যানবাহনের মালিক, হোটেল মোটেল ও রেস্তোরার মালিকগন অধিক মুনাফা অর্জনের লক্ষে স্থানীয় শ্রমজীবী লোকজনকে বাদদিয়ে রোহিঙ্গা নিয়োগ করে কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এই রোহিঙ্গারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মাদক ব্যবসা, পাচার মজুূদ ও অবৈধ কর্মকাণ্ড সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে এলাকার আইনশৃংখলা নষ্ট করছে। এর পাশাপাশি খুন, হত্যা, রাহাজানি, চোরি, ডাকাতি ইত্যাদি করে যাচ্ছে অহ-রহ। এর কারণে স্থানীয় শান্তি প্রিয় জনগণ অশান্তিতে দিন যাপন করছিলেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, টেকনাফ থানা রোহিঙ্গা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অভ্যাহত থাকবে। তিনি রোহিঙ্গা নাগরিককে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *