শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শেহবাজ ও পুতিন। ছবি: সংগৃহীত
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১২ এপ্রিল) শেহবাজকে অভিনন্দন জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
পাকিস্তানে রুশ দূতাবাসের এক টুইটে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশাবাদী যে আফগান ইস্যু, সন্ত্রাস মোকাবিলা এবং পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানান শেহবাজকে।
অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।