বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

জুতা ও ট্রলি ব্যাগের হাতলের ভেতর মিলল ১৫ হাজার ইয়াবা : ৪ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

৭১ ডেস্ক:

সাতকানিয়ায় জুতা ও ট্রলি ব্যাগের হাতলের ভেতর থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মা-মেয়েসহ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪ জন রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪২নং শেডের ফজল আহমদের স্ত্রী দিলদার বেগম (৪২), তার মেয়ে শওকত আরা (২০), একই ক্যাম্পের জাফর আহমদের স্ত্রী পারভীন আকতার (২০) ও মো. সজিবের স্ত্রী শফিকা বেগম (২০)।

গতকাল রবিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ আধার মা’র দরগাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায, ঘটনার দিন রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যোগে কয়েকজন রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ও এসআই সুব্রত দাশের নেতৃত্বে পুলিশ সড়কের সাতকানিয়াস্থ আধার মা’র দরগাহ এলাকায় তাৎক্ষণিকভাবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

রাত আড়াইটার দিকে ঢাকাগামী মিয়ামি এয়ারকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সিগন্যাল দিয়ে থামানোর পর সন্দেহজনক যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশিকালে মা-মেয়েসহ ৪ রোহিঙ্গা নারীর জুতা ও তাদের সাথে থাকা ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত চারজনই রোহিঙ্গা। তারা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন সময়ে নানা কৌশলে ইয়াবা পাচার করে। ঘটনার দিন তারা জুতা ও ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচার করছিল। তাদের কাছ থেকে মোট ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *