শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন: ইসি এখতিয়ারবহির্ভূতভাবে চিঠি দিয়েছে: এমপি বাহার

৭১ অনলাইন ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে এলাকা ছাড়েননি তিনি। আজ বুধবার সকালে কুমিল্লা সিটি নির্বাচন ভোট দিয়েছেন বাহার। ইসির চিঠির বিষয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘ইসি যে চিঠি দিয়েছে তা অসমাপ্ত। তারা বিভিন্নভাবে হ্যারাস করেছে। ইসির কি অথরিটি আছে বলার? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। নির্বাচন কমিশন নিজেই আইন লঙ্ঘন করে চিঠি দিয়েছে। এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দিয়েছে।’

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি বলেন, ‘সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নাই। অতি উৎসাহী কর্মকর্তারা যেন ভোটের পরিবেশ নষ্ট না করে, হ্যারাসমেন্ট না করে। ’
উল্লেখ্য, আজ বুধবার সকাল ৮টায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির সাবেক নেতা) মনিরুল হক সাক্কুর মধ্যে।

সূত্র: বিডি প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *