বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
৭১ অনলাইন ডেস্ক:
কক্সবাজারের বিদায়ী এসপি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসানুজ্জামান পিপিএম-কে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ১০ আগস্ট ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে এ সমবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম-কে ডিআইজি মো: আনোয়ার হোসেন ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দিয়ে সমবর্ধিত করেন।
সমবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোঃ জাকির হোসেন খান, পিপিএম, পুলিশের অন্যান্য বিদায়ী কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।