রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ হয়।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি সন্ধ্যার দিকে পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।’
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, ‘নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।
ডিসি৭১/২২/ইয়াছমিন