রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তিনি কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে রাস্তার উপর বসে পড়েন। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে এঘটনা ঘটে।
দলের প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে আজ সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ছররা গুলি ও টিয়ার শেল ছুড়ে। পরে পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। পরিস্থিতি এখন থমথমে।