রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

সরকারের প্রতিটি অত্যাচারের কথা মনে রাখছি: মান্না

প্রতিটি অন্যায়ের বিচার হবে- এমন হুঁশিয়ারি দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের প্রতিটি অত্যাচারের কথা মনে রাখছি। প্রতিটি আঘাত আরও তীব্রভাবে ফিরিয়ে দেওয়া হবে।

শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

‘মান্নার গুম, ২২ মাস কারাগারে নির্যাতন এবং ৮ বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য।

মান্না বলেন, আজ থেকে ৮ বছর আগে এই দিনে কোথায় ছিলাম, তা নিজেও জানি না। আমাকে তুলে নিয়ে যাওয়ার পর তারা ছোট একটা ঘরে চোখ বেঁধে রেখেছিল। যে বদ্ধ ঘরটিতে ছিল না খাট, কোনো বিছানা, কোনো বালিশ, কোনো জানালা। চোখ বেঁধে একেক সময় একেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে সময় নাগরিক ঐক্য ও সবার সম্মিলিত প্রতিবাদের কারণে তারা গুম করে দিতে পারেনি বা ক্রসফায়ার করতে পারেনি। ২২ মাস কারাভোগের পর ফিরে এসেছি। এখন প্রতিবাদ করছি এ ধরনের শাসনের বিরুদ্ধে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মরব না। সেইদিন পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *