বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

এখনো কেন বিয়ে করেননি অভিনেতা বাহার মজুমদার

চট্টগ্রামের কৃতি সন্তান ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা, জন্মস্থান পূর্ব নাসিরাবাদ ষোলো শহর ২ নং গেট মেয়র বললি চশমা হিল আবাসিক এলাকায়, জন্মগ্রহণ করেন আব্দুল সোবানের প্রথম পুত্র ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো একজন অভিনেতা হবেন দরিদ্রতার কারণে তেমনটা সুযোগ পাইনি।

হঠাৎ ২০০৩ সালে একটি নাটকের শুটিং করার সুযোগ পায় তারপরে শুরু করে নাটক,বাংলা ছায়াছবি, এর মধ্যে কেটে যায় দশ বছর হঠাৎ করে পারিবারিক সমস্যার কারণে মিডিয়া ছেড়ে অনেক দূরে চলে যান তারপর ২০২০ সালে সুযোগ পেয়ে আবারো অভিনয় ও পরিচালনা শুরু করে তিনি।

ইতিমধ্যে কিছু জনপ্রিয় নাটক ও পরিচালনা করেছেন তিনি তার ভিতরে উল্লেখযোগ্য হলো “হেরে যায় ভালোবাসা জিতে যায় ক্যান্সার” , “এতিম ছেলে” , “মধ্যবিত্ত” এরকম আরো নাটক রয়েছে। তারপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি বাহার মজুমদারকে। তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তাই আমাদের অনেক শখ আছে কিন্তু সাধ্য নাই, আপাদত বিয়ের কোন পরিকল্পনা আমার নেই, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভবিষ্যতে আরো ভালো ভালো নাটক আমি উপহার দিব আপনাদেরকে।

আমরা এই গুণী অভিনেতার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করি বেঁচে থাকুক হাজারো বছর দর্শকদের মাঝে ভালোবাসা নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *