রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রস্তাবিত বাজেটের সঙ্গে দেশের অর্থনৈতিক বাস্তবতার কোনো সঙ্গতি নেই। এটি স্বজনতোষী ও দুর্নীতিবান্ধব বাজেট। এতে দেশের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের কোনো উদ্যোগ বা দিকনির্দেশনা নেই। এই বাজেট বাস্তবায়ন করাও সম্ভব নয়।
শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মান্না বলেন, বাজেটে আইএমএফ এর শর্তের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধেরও কোনো পরিকল্পনা উল্লেখ করা হয়নি। অর্থনৈতিক সংস্কারের বিষয়েও পরিষ্কার বক্তব্য নেই। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও প্রবাসী আয়ের যে প্রাক্কলন করা হয়েছে তা কল্পনাপ্রসূত। আয় না থাকলেও টিআইএনধারীদের ২ হাজার টাকা পরিশোধের যে বিধান রাখা হয়েছে, তা জনগণের পকেট কাটার আরেকটি উদ্যোগ। বাজেটে মূল্যস্ফীতির লাগাম টানার কোনো পরিকল্পনা নেই।
গণতন্ত্র মঞ্চের এ শীর্ষ নেতা বলেন, সরকার যেখানে রিজার্ভ সংকটের কারণে কয়লা, তেল আমদানি করতে পারছে না; যে কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করতে হচ্ছে, সেখানে রিজার্ভ বাড়ানোর উদ্যোগ না নিয়ে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। লুটপাটের অবারিত সুযোগ তৈরি করতেই এইসব প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এটা একটা স্বজনতোষী বাজেট। সরকার এবং সরকারি দল সংশ্লিষ্টদের দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করতে এ রকম বাজেট উপস্থাপন করেছে। এই সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করাও যায় না। কারণ এ সরকার জনগণের সরকার নয়। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।