বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিশেষ কায়দায় মা-ছেলের পেটে করে আনা ১৯শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের হাসপাতাল সড়কে এ অভিযান চালানো হয়।
আটক তিনজন হলেন- কক্সবাজারের রামুর খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার (৫১), তাঁর ছেলে সৈয়দ হোসেন (২১) ও কুমিল্লার কোতয়ালী থানার আশোকতলা এলাকার মো. রকি (২১)। অভিযানে তাঁদের সঙ্গে থাকা তিনটি মুঠোফোন সেট জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে সাবেকুন নাহার ও তাঁর ছেলে সৈয়দ হোসেনের পেট থেকে ৩৮টি পলি প্যাকে থাকা ১৯শত ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, কক্সবাজার থেকে এসব ইয়াবার চালান নিয়ে আসে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।