বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া রোহিঙ্গা ২৭-ক্যাম্পের ব্লক-এ/৪ এর কামাল হোসেন, একই ক্যাম্পের ব্লক-এ/৫ এর আব্দু রাজ্জাক (৩৭) ও কামাল হোসেন (২৮)।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

তিনি জানান, রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিএসসির একটি আভিযানিক দল টেকনাফের জাদিমোড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে টেকনাফ থেকে সিএনজিযোগে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পরে ঐ চেকপোস্টে সিএনজিসহ যাত্রীদের দেহ তল্লাশি চালায় র‌্যাব। একপর্যায়ে ঐ তিন রোহিঙ্গার কাছ থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি স্মার্টফোন, একটি বাটনফোন, পাচঁটি সিমকার্ডসহ নগদ ৩,১০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *