রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
ওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকার বিজয় কেউ ঠেকাতে
পারবে না।
বৃহস্পতিবার বিকাল ২টায় বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, এই নৌকা স্বাধীনতার নৌকা, উন্নয়নের নৌকা, শেখ হাসিনার নৌকা। নৌকায় ভোট দিলে উন্নয়ন আসে। আমি যদি এমপি হতে পারি, তাহলে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বলেছিলেন, গোপালগঞ্জে যে ভাবে উন্নয়ন হবে তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন এই বিশ্বনাথ-ওসমানীনগরে করবো। বিগত দিনে এই এলাকার মানুষের পাশে যেভাবে ছিলাম এভাবে সব সময় থাকতে চাই। এ জন্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে বিশ্বনাথ নতুনবাজার ও পুরাতনবাজারে ব্যবসায়ীদের কাছে ভোট চান তিনি।