অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে উখিয়ার দুই হোটেলকে জরিমানার আওতায় এনেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে কোর্টবাজারে অবস্থিত শাহ জব্বারিয়া হোটেল ও শাহ মজিদিয়া হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। দুটি হোটেল থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
উখিয়া থানা পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
অভিযান পরিচালনাকালে হোটেলের রান্নাঘর ও বাথরুম সহ হোটেলের কার্যক্রম দেখেন তিনি। শাহ জব্বারিয়া হোটেলে মানুষের মুখের লালা পড়ে এমন জায়গায় নাস্তার প্লেট পেপার কাগজে মুড়িয়ে রাখার দায়ে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর শাহ মজিদিয়া হোটেলের ময়দা ও ডাল মজুদ রাখা বস্তাগুলো টয়লেটের পাশে রাখায় ক্ষুব্ধ হন ইউএনও। পরে সমস্ত খাবার পরিবেশন ও পরিবেশনের পূর্বে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্কবার্তা প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও তানভীর হোসেন বলেন,” বৃহস্পতিবার দুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে কোর্টবাজারের দুটি খাবার হোটেল পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে সর্বমোট ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য সবাইকে সতর্কবার্তা প্রদান করা হয়। এছাড়া দ্রব্যমূল্যের তালিকা টাঙানো সহ অতিরিক্ত মূল্য না নিতে পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদামে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।