রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১ টায় র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম। রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আরেকজন হলেন, পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ। তিনি পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
র্যাবের সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে ২টি দেশিয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।