বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরকে কেন্দ্র করে সমন্বয়কদের নিরাপত্তা দিতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। কিন্তু বিষয়টি অস্বীকার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা কোনও রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নোটিশের মাধ্যমে নিরাপত্তা চাইনি।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরের হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

গণমাধ্যমের কাছে পৌঁছানো সেই নোটিশ শেয়ার দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি। একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই, এর বেশি নয়। এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি।’

সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) নাসিয়ান বায়ীজেদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *