বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি।
কক্সবাজার সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা সোমবার সকালে সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মং টিং ঞো।
সভায় রোগী কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি অনুমোদনসহ
দুঃস্থ অসহায় রোগীর সহায়তায় রোগী কল্যাণ সমিতিকে আরো শক্তিশালী করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত সকলের আলোচনা ও সম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়।
কার্যকরি কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- সভাপতি (পদাধিকার বলে) তত্বাবধায়ক কক্সবাজার সদর হাসপাতাল।
সহ-সভাপতি যথাক্রমে (পদাধিকার বলে) মেয়র কক্সবাজার পৌরসভা, জেবর মুলক ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি, মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক (পদাধিকার বলে) সমাজ সেবা অফিসার কৌশিক খাঁন, যুগ্ম সম্পাদক আব্দুর রহীম, অর্থ সম্পাদক হেলেনাজ তাহেরা, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, প্রচার সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক ও কার্য়করি সদস্য সিভিল সার্জনের প্রতিনিধি।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, যথাক্রমে-আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক এম আনোয়ারুল হক, সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, ইন্জিনিয়ার কানন পাল, অধ্যক্ষ ছৈয়দ করিম,শরাফতুল্লাহ সিকদার বাবুল, কামরুল ইসলাম, ছাবের আহমদ ও রহমত উল্লাহ।
সভায় বক্তারা বলেন, অতীতে এই কমিটি গঠন ও সেবা নিয়ে অনেক বৈষম্য হয়েছে। এখন সেই বৈষম্য আর হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *