মো শাহীন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে স্থলমাইন বিষ্ফোরণে ২ জন রোহিঙ্গা নাগরিক আহত হয়েছে। তারা রাখাইন সংঘাতে মন্ডু জেলা শহর থেকে পালিয়ে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ঢোকার জন্য, বাইশফাঁড়িতে আসার পথে এঘটনা ঘটেছে বলে জানা যায়।
বাংলাদেশ – মিয়ানমার সীমান্তে ৩৬ পিলারের ওপারে মিয়ানমার অংশে ২ কিলোমিটার ভেতরে আহত হন তারা।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনায় তারা আহত হয়।
আহতরা হলেন, হাফেজ আহমদ (৪০) অপরজন শামশুল আলম ( ৩৫)। এদের দুজনের বাড়ী মিয়ানমারের মন্ডু শহরে। আহত হওয়ার পর তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের স্বজনদের এ খবর জানানোর পর ঘটনা প্রকাশ পায়।
সূত্র আরো জানান,মায়ানমার রাখাইন প্রদেশে সেনা ও বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মাঝে চলমান যুদ্ধে সিটুয়ে জেলা এবং মংডু জেলার বিভিন্ন জায়গায় বিশেষ করে সেনারা গোপনে বিদ্রোহী গ্রুপের গমনাগমন করে পাহাড়ী পথে সীমান্ত এলাকায় অজস্র স্থল মাইন /আইডি বসিয়েছিল বলে জানা যায়। বিভিন্ন সময়ে মাইন বিষ্ফোরনে বেসামরিক লোকজন হতাহতের শিকার হয়ে আসছে।
বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় বাংলাদেশী বহু লোকজন মাইন বিষ্ফোরনে হতাহত হন এতে।
সূত্র মতে তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ভোর ৪ টায় মংডু জেলার বুথিডং টাউনশীপ এলাকায় দুই জন রোহিঙ্গা বাংলাদেশে আসার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে যাই তারা।
Related