বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা

# মাফিয়াদের নিরাপদ রোড় ঘটিভাঙ্গা ঘাট # অপদখলের মহোৎসব চলছে ঘটিভাঙ্গা উপকুলে

স্টাফ রিপোর্টার, মহেশখালী:

মাফিয়াদের নিরাপদ রোড় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপির ঘটিভাঙ্গা ঘাট। এই ঘাট দিয়ে মাফিয়ারা মানব পাচার, ইয়াবা খালাস, মায়ানমার/ বার্মায় জ্বালানি ও ভোজ্য তেল সহ বিভিন্ন পন্য সামগ্রি পাচার করে আসছে। ঘটিভাঙ্গা ঘাটটি নিরাপদ হওয়ায় ; চোরাকারবারিরা এই ঘাট কে নিজেরা সংস্কার করে প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে আন্তর্জাতিক মাফিয়াদের সাথে সখ্যতা গড়ে তুলেছে বলে সুত্রে জানাগেছে।
উপজেলার কুতুবজোমের ঘটিভাঙ্গা ঘাট এর আশেপাশের জায়গায় গুলি ১ নং খাস খতিয়ান, বন বিভাগ এবং বেজার মালিকানাধীন জায়গা হওয়ায় যে,যার মতো করে অপদখলের মহোৎসব চালাচ্ছে।
ঘটিভাঙ্গা এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমাজকর্মী জানান শাহেদ খান নামে একজন প্রভাবশালীর নেতৃত্বে সড়কের উপর কাঠের ব্রিজের মতো রাস্তা তৈরি করে বার্মা/ মায়ানমারে মানব ও বিভিন্ন পন্য সামগ্রি পাচারের জন্য ব্যক্তিগত ভাবে সরকারি রাস্তার ওপর কাঠে ব্রিজের মতো রাস্তা তৈরি করে অপদখলের মহোৎসব চালাচ্ছে। স্থানীয়রা আরো জানান অবৈধ ভাবে চোরা চালান খালাস করতে বা পাচার করতে মহেশখালী উপজেলার কুতুবজোমের ঘটিভাঙ্গা ঘাটটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে নিরাপদ মনে করছে আন্তর্জাতিক চোরা চালান পাচারকারী চক্রের সদস্যরা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আন্তর্জাতিক চোরা চালানের মাফিয়া ডনরা এই ঘাটকে ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলে সুত্রে জানাগেছে।
এই নিয়ে গত কয়েক দিন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার হলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব দর্শকের ভুমিকায়।
সরকারি রাস্তার উপর ব্যক্তি মালিকানাধীন কাঠের রাস্তা তৈরি হওয়ায় স্থানীয়দের মাঝে চরম হতশা বিরাজ করছে। অনেকেই কানাঘুষা করতে দেখা গেছে , সরকার পরিবর্তনের সুযোগ কে কাজে লাগিয়ে সরকারি জমি অপদখল করছে দুর্বৃত্তরা।
সড়কের উপর ব্রিজের মতো কাঠের রাস্তা তৈরি কাজে নিয়োজিত এক কাঠ মেস্ত্রীর সাথে কথা হলে তিনি জানান, স্থানীয় শাহেদ খান নামে এক ব্যক্তি কাঠের রাস্তাটি তৈরি করছে বলে তিনি জানিয়েছেন।
সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *